Read this on medium

ITEE নিয়ে যত প্রশ্ন

Published: 2023-05-02 07:12:01

ITEE Exam খুটিনাটি আলোচনা (A to Z)

ITEE
Self-Made Banner of ITEE

আসসালামু আলাইকুম,

প্রতিবছর আমাদের বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ITEE Exam এ অংশ গ্রহন করে, তাদের সুবিধার্থে ITEE Exam নিয়ে জ্ঞান থেকে এবং অনলাইন থেকে যা পেয়েছি/জেনেছি তা একটা পোস্ট আকারে তুলে ধরার চেষ্টা করছি।

যেসকল কমন প্রশ্ন ITEE Exam এর ব্যাপারে সবাই করে সেগুলো নিচে এক এক করে দেওয়ার চেষ্টা করেছিঃ

১) ITEE কি?

Information Technology Engineers Examination (ITEE) হলো বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত জাতীয় পর্যায়ের আইটি ইঞ্জিনিয়ারদের যোগ্যতা যাচাই এর একটি পরিক্ষা।

বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ সহযোগিতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে ITEE Project টি হাতে নেয়া হয়, যার মূলত দায়িত্ব পালন করছে Bangladesh Computer Council (BCC)।

ITPEC (Information Technology Professionals Examination Council) সদস্য দেশগুলোর মধ্যে পরীক্ষাটি একই প্রশ্নপত্রে একই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে।

বাংলাদেশ অক্টোবর 2013 থেকে বছরে দুইবার করে আইটিইই পরীক্ষা পরিচালনা করছে। আরও বিস্তারিত জানার জন্য, BDiTec এর অফিশিয়াল সাইটটি ভিজিট করতে পারেন।

২) পরীক্ষার জন্য কারা আবেদন করতে পারেন?

  • যে কেউ পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
  • কোন বয়স সীমা নেই, কোন ডিগ্রী বা ডিপ্লোমা প্রয়োজন নেই।
  • কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আইটি, কৌশল এবং ব্যবস্থাপনার উপর জ্ঞান থাকা অপরিহার্য।

৩) ITEE তে কয় ধরনের পরীক্ষা আছে?

ITPEC (ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল এক্সামিনেশন কাউন্সিল) দ্বারা পরিচালিত মুলত ৪ ধরনের পরিক্ষা চালু আছে। সেগুলো হলোঃ

Level-1: IT Passport Exam (IP Exam) — এটা মুলত নন-আইটি দের জন্য।

Level-2: Fundamental Information Technology Engineer Examination (FE Exam) — আইটি প্রফেশনাল / CSE or IT স্নাতক(৩য়/৪র্থ বর্ষে অধ্যয়ন রত শিক্ষার্থীদের জন্য)

Level-3: Applied Information Technology Engineer Examination (AP Exam) — অভিজ্ঞ আইটি প্রফেশনালদের জন্য।

Level-4: Advanced Examination (AE) — কোনো একতি নির্দিষ্ট ডোমেইনে অভিজ্ঞ আইটি প্রফেশনালদের জন্য।

তবে বাংলাদেশের প্রেক্ষিতে, শুধুমাত্র Level-1 এবং Level-2 এই পরিক্ষা দুইটি পরিচালিত হয়। আমাদের বাংলাদেশ এর ক্ষেত্রে যেহেতু Level-1 & Level-2, তাই আগামী কোশ্চেন গুলোর আনসার শুধু এই দুটির উপর ভিত্তি করে দেওয়া হবে।

৪) রেজিস্ট্রেশন এবং তারিখঃ

IP & FE Exam এর Registration এর লিংক এবং Exam Date এর লিংক। রেজিস্ট্রেশনের পেইজে বিস্তারিত বিবরন দেওয়া আছে।

৫) পরীক্ষার খুটিনাটিঃ

  • পরীক্ষার ফিঃ Level-1 : IP পরীক্ষা: পরীক্ষার রেজিস্ট্রেশন ফি 205 টাকা- (দুইশ পাচ) মাত্র এবং Level-2 : FE পরীক্ষা: পরীক্ষার রেজিস্ট্রেশন ফি 510 টাকা- (পাঁচশ দশ) মাত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীরা বাড়তি 500/- (300/- for IP Exam)টাকা দিয়ে নতুন FE Exam প্রস্তুতির বই (vol 1 এবং vol 2) কিনতে পারবে BCC office থেকে। পরীক্ষার রেজিস্ট্রেশনের পরে বা রেজিস্ট্রেশনের সময় কুরিয়ার চার্জ দিয়ে অনলাইনে বই অর্ডার করা যাবে।
  • এছাড়াও কারো যদি পিডিএফ বই লাগে তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
  • পরীক্ষার সময়ঃ পরীক্ষাটি বছরে দুইবার, এপ্রিল/মে এবং অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়।
  • FE পরীক্ষা দুটি অংশ নিয়ে গঠিত, একই দিনে Morning Exam এবং Evening ExamFE Exam এর মোট সময়কাল 300 মিনিট। Morning Exam 10:00AM থেকে 12:30 PM পর্যন্ত এবং Evening Exam 02:00 PM থেকে 04:30 PM পর্যন্ত। IP Exam এর জন্যে শুধু Morning Exam Available (শুধু মাত্র একটি পরিক্ষা ১২০ মিনিট এর )
  • যার যার নিকটবর্তি পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা দিতে পারবে। কোন কোন কেন্দ্র আছে, তা রেজিস্ট্রেশনের সময় দেখে নিতে পারবেন। (Dhaka, Khulna, Rajshahi and Chittagong)
  • পরিক্ষা সম্পুর্ন নৈবিত্তিক। ৮০ টা কোশ্চেন থাকবে। কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই। তাই ৮০ টা তে ৮০ টাই দাগিয়ে আসতে হবে।
  • পরীক্ষার হল পেনসিল , ঘড়ি আর কলম নিয়ে যেতে হবে। এই তিনটা জিনিস হলেও যথেষ্ঠ। মোবাইল ফোন অন রাখা কিংবা ক্যালকুলেটর এলাউড না। যদিও হলগার্ড কিছুক্ষন পর পর সময় বলে দিবে তবুও, হাতে ঘড়ি রাখা উচিত। আর নৈবিত্তিক সব গুলো পেনসিল দিয়ে বৃত্ত ভরাট বাধ্যতামুলক । যেন ভুল হলে শুধরানো যায়।
  • Morning Exam এর পাসের স্কোর 60% এবং Evening Exam এর জন্যও 60% (for FE Exam)। পাসের স্কোর ৫৫% (for IP Exam)।
  • FE সার্টিফিকেট অর্জনের জন্য, আবেদনকারীকে Morning Exam এবং Evening Exam উভয়ই পাস করতে হবে। যদি কোনো প্রার্থী Morning বা Evening Exam এ উত্তীর্ণ হতে পারে, তাহলে তাকে Half Passer হিসেবে গণ্য করা হবে কিন্তু যতক্ষণ না সে বাকি অংশও (Morning /Evening ) উত্তির্ন হয় ততক্ষণ পর্যন্ত সে কোনো সার্টিফিকেট পাবে না। কেও যদি Half Pass হয়, যে এক্সামে সে Half Pass হয়েছে, সে এক্সাম হতে এক বছরের মধ্যে তাকে বাকি অর্ধেক ও পাস করতে হবে। উদাহরন স্বরুপঃ এপ্রিল ২০২২ এর FE এক্সাম এর পরিক্ষা দিয়ে কেও যদি হাফ পাস করে, তাহলে তার হাতে সুযোগ থাকবে অক্টোবর ২০২২ এবং এপ্রিল ২০২৩, এই দুইবারের মধ্যে বাকি অংশ পরিক্ষা দিয়ে পুর্নাঙ্গভাবে পাস করে সার্টিফিকেট অর্জন করার। যদি না পারে, তাহলে তার হাফ পাস টা রিসেট হয়ে যাবে। অর্থাৎ তাকে আবার নতুন করে উভয় পরিক্ষা দিতে হবে। IP Exam এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই পরিক্ষা, তাতে ৫৫% মার্ক্স পেলেই পাস।
  • IP Exam এর সিলেবাস এই লিংকে এবং FE Exam এর সিলেবাস এই লিংকে গেলে পাবেন।
  • ITEE পরীক্ষার কোনো টাইম লিমিট নেই, সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত যত খুশি ততবার দেওয়া যাবে পরিক্ষা।
  • একবার ফুল পাস করে ফেলার পর, একটি ইন্টারন্যাশনালী রিকগনাইজড সার্টিফিকেট দেওয়া হবে + BJET এর একটি Free of Cost Training Program আছে তা কমপ্লিট করে ডিরেক্ট জাপানী কোম্পানি তে এপ্লাই করতে পারবেন। এই প্রোগ্রামে মুলত জাপানি ভাষা শিক্ষা + আইটি শিক্ষা + জাপানি বিজনেস ম্যানার শেখানো হবে। মুলত জাপানী কোম্পানি গুলো জাপানি ভাষাকে বেশি গুরুত্ব দেয় বিধায়, জাপানি ভাষা শেখার পর এপ্লাই করা যায় বিভিন্ন কোম্পানি তে। কিছু কিছু কোম্পানিতে ভাষা না জানলেও এপ্লাই করা যায় এবং জব কনফার্ম হওয়ার পর জাপানী ভাষা শেখার জন্য কিছু পরিমান সময় দেওয়া হয়। ITEE FE পাস করলে সুবিধা হলো, BJET এর যে ট্রেইনিং প্রোগ্রামের VIVA তে Written Exam ছাড়া ডিরেক্ট বসার সুযোগ। এই ট্রেইনিং প্রোগ্রাম নিয়ে কিছু তথ্য এখানে আছে, পড়ে দেখতে পারেন(Old pdf)।

৬) প্রস্তুতিঃ

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজের প্রস্তুতি অত্যন্ত জরুরি। প্রস্তুতির জন্য কিছু উপকরনঃ

  • আপনি টাকা দিয়ে “নতুন FE পরীক্ষার প্রস্তুতির বই (vol 1 এবং vol 2)” কিনতে পারেন। 500/- (পাঁচশত) শুধুমাত্র বিসিসি অফিস থেকে(IP এর জন্য ৩০০/-)। চাইলে পিডিএফ থেকেও পড়া যাবে।
  • বিগত পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্র্যাকটিস করতে হবে। এই লিংক এ বিগত সালের সকল প্রশ্ন এবং উত্তর আছে।

৭) গুরুত্বপুর্ন কিছু লিংকঃ

- FE Books

- BDiTec Website

- Level 2 Candidates Facebook Group

- বিগত পরীক্ষার প্রশ্ন

- BJET Facebook Page

সবশেষে একটা কথা এই যে, এই সার্টিফিকেট টা মুলত পরিচয় বহন করে আপনার স্কিল + যোগ্যতা সম্পর্কে। এই সার্টিফিকেট টি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের জব সেক্টরেও কাজে লাগানো যাবে, নিচে একটি স্ক্রিনশট দেখা ধারনা করতে পারেন।

👇

Screenshot of a Bangladesh Govt Notice

আজকের জন্য পোস্ট এতটুকুই, কোথাও কোনো কিছু আপডেট করতে হলে, সময়ে সময়ে আপডেট করবো ইংশাআল্লাহ।
আশা করি, কোথাও ভুল হলে বা কোনো কিছু মিসিং হলে শুধরায়ে দিবেন।

আল্লাহ হাফেজ।

information-technology

Published: 2023-05-02 07:12:01

No Blog available right now